শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা সমবায় অফিসের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ তহিদুজ্জামান খন্দকার, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল সালাম, উপেন্দ্র নাথ বর্মন, মোঃ সবুজ মিয়া প্রমুখ।
হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, আগামী ২০২০ সালে কোন অতিদরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমবায় আন্দোলনের মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তনে কাজ যাচ্ছে। তিনি বলেন, সমবায় উদ্যোগের মাধ্যমে কৃষিতে উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদন ব্যয় কমলেই কৃষকরা অধিক লাভবান হবে।