শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জেলা জাতীয় যুব সংহতির এক কর্মী সভা গতকাল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ সরকার। এতে প্রধান বক্তা ছিলেন যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আহসান শাহজাদা।
সাখাওয়াত হোসেনের সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন, সাঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সরওয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মশিউর রহমান ও আনোয়ারুল ইসলাম লেবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট জুলফিকার সরকার মিলন।