সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখার সম্মেলন গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
জাতীয় যুব জোটের জেলা সভাপতি এসএম খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব জোটের কেন্ত্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন। বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার রায়, জেলা জাসদের সাধারন সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ জাসদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ আহমেদ, বগুড়া জাসদের সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ, জেলা যুবজোট সহ-সভাপতি আনোয়ার পারভেজ, দুর্লভ প্রধান, মোসাদ্দেকুল ইসলাম আদনান, রফিকুল ইসলাম মিলন প্রমুখ।