রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পাট দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার শহরে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনালী আশে সোনার দেশ, জাতির বঙ্গবন্ধুর বাংলাদেশ’। অনুষ্ঠানে পাট চাষী, ব্যবসায়ী, বীজ সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। সভায় বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ মকবুল হোসেন সরকার, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুর রহমান, সহকারি কমিশনার মোঃ রেজাউল ইসলাম, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখান করে পাটের উপর নির্ভরশীল ও পাট জাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো এবার জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।