সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাইবান্ধায় সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে গতকাল দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শীর্ষক এক আলোচনা সভা গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বিআরটিএ সহকারী পারিচালক মোঃ রবিউল ইসলাম, মটর যান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান, মটর মালিক সমিতি’র সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল করিম, নিরাপদ সড়ক চাইয়ের প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, নিরাপদ যানবাহন চাইয়ের প্রতিনিধি মিলন হোসেন, টিএসসির ইনস্ট্রাক্টর মিজানুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, জনসচেতনা সৃষ্টির মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গাড়ি’র চালক, যাত্রীসহ মালিক, শ্রমিক পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।