সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ জেবুন নাহার।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শওকত ওসমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন, অধ্যক্ষ ইদ্রিস আলী, নাজমুন্নাহার প্রমুখ।