রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় কন্যা দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনে সম্মেলন “আমরা সবাই সোচ্চার – বিশ^ হবে সমতার” শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ নার্গিস জাহান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ মাহামুদা বেগম সহ জেলা পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি সেক্টরে নারীদের অংশ গ্রহনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে। নারীদের ক্ষমতায়নে ফলে প্রতিটি নির্বাচনে নারীরা অংশ গ্রহন করে দেশের উন্নয়নে অবদান রাখছে।