রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শ্রমিক সংকট মোকাবেলায় গাইবান্ধা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক রঞ্জু মিয়ার ১ হেক্টর জমিতে বোরো ধান কাটার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী অফিসার প্রসুণ কুমার রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ আলী ইমরান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ¦ মো: আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় গাইবান্ধা পৌরসভা সহ সদর উপজেলায় ২১ হাজার হেক্টর জমিতে এবার ধানের চাষ করা হয়েছে। ধানের উৎপাদনের লক্ষ্য মাত্র ধরা হয়েছে ১লাখ ৩০ হাজার মেট্রিক টন। নিরবিছিন্ন বিদ্যুৎ প্রাপ্তির ফলে পানি সরবরাহের এবার কোন সমস্যা হয়নি। ফলে সময় মতো জমিতে প্রয়োজনীয় পানির কোনো ঘাটতি হয়নি। এর আগে কৃষকদের মধ্যে প্রয়োজনীয় বোরো ধানের বীজ প্রনোদনা হিসাবে বিতরণ করা হয়েছে। ফলে কৃষি উপকরন নিয়ে কৃষকদের ভাবতে হয়নি। এবারে আবহাওয়া অনুকুলে থাকায় জমিতে বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫ টন ইরি বোর ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নেয়া হলেও কোনো কোনো জমিতে এ লক্ষ্য মাত্রাও ছড়িয়ে গেছে। ফলে কৃষকদের ঘরে এখন রাশি রাশি ধান।