শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার এক কর্মীসভা গতকাল বৃহস্পতিবার পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসিফ সরকারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিরাজ। জেলা সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ সম্পাদক সর্দার মোঃ আরিফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটনসহ জেলা এবং সাত উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগঠনকে সু-সংগঠিত ও আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়।