শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের তুলসীঘাট হেলিপোর্ট এলাকায় গতকাল রোববার দুপুরের দিকে গাছের ডাল কাটার সময় ডাল ভেঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে রমজান আলী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত রমজান আলী সাহাপাড়া ইউনিয়নের ফলিমারি গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে জানা গেছে, রমজান আলী ওই এলাকায় ডলি বেগমের ইউকিলিপটাস গাছের ডাল কাটতে গাছে ওঠে। এসময় গাছের ডাল ভেঙ্গে ওই পাশ দিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে (তারসহ) মাটিতে পরে যান রমজান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।