শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা । এসময় জেলা প্রশাসাক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হীরু, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প্যমাল্য অর্পন করেন। এছাড়া যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথীরা পুষ্প্যমাল্য অর্পন করেন।
পরে স্থানীয় শিল্পকলা একাডেমিক মিলনায়তনে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হীরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোওয়ার কবির, পৌর মেয়র মতবুলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।