রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বুধবার থেকে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ইউনিসেফ-বিসিবি অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা রংপুর বিভাগীয় পর্যায়ে ‘এ’- গ্রুপের খেলা শুরু হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন প্রমুখ।
উদ্বোধনী দিনের খেলায় ঠাকুরগাও জেলা দল ৪ উইকেটে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুড়িগ্রাম জেলা দল ৩৩.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে ঠাকুরগাও জেলা দল ৩৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছায়। ঠাকুরগাও জেলা দলের শিসম ৬.৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেয়। আজ বৃহস্পতিবারের খেলায় অংশ নেবে লালমনিরহাট জেলা দল ও নীলফামারী জেলা দল।