রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ কৃষকলীগের গাইবান্ধা সদর ও শহর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ধোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় সমম্বয় কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সৈয়দ শামস-উল-আলম হিরু, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, কৃর্ষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, খন্দকার জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দীপক কুমার পাল, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এ্যাডঃ মুহিবুল হক মোহন, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবু আল ইমরান বিপ্লব ও বিপ্লব মিয়া (শরিফ বিপ্লব)।