শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গুমট আবহাওয়া বিরাজ করছে গাইবান্ধায় । কয়েক দিন থেকে সন্ধ্যার পর আকাশ মেঘাছন্ন হয়ে পড়ে এবং কাল বৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এতে করে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
গত কয়েয়দিন ধরে মেঘাছন্ন আকাশের সাথে বইছে হিমেল হাওয়া । বাতাসে দুলছে গাছপালা, ফসলের ক্ষেত। প্রকৃতিতে এখন চৈত্রমাস চললেও নেই রোদের প্রখরতা বরং হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে ঠান্ডা। গত শনিবার রাতে হাল্কা বৃষ্টির পর থেকে আবহাওয়ার এ পরিবর্তন দিয়েছে।
এদিকে হঠাৎ আবহাওয়া বদলের কারণে মধ্যে বেড়েছে জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগ।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে , আগামী কয়েক দিন আকাশ মেঘাছন্ন থাকতে পারে। নিম্নচাপের কারণে এ ধরনের আবহাওয়ার সৃষ্টি হয়েছে। কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।