শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাত উপজেলার কাবাডি প্রতিযোগিতা গতকাল সোমবার তুলসীঘাটের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সুন্দরগঞ্জ উপজেলা দল সাদুল্যাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক কুমোদ রঞ্জন পাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান।