শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় গত সোমবার নতুন করে আরও ১০ জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮১ জন। গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, গাইবান্ধা জেলায় আজ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৬ জন। এরমধ্যে শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই আক্রান্ত ১৮২ জন।
সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, গত সোমবার সন্ধ্যায় নতুন করে আরো ৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে সাদুল্লাপুরে ৫ জন, পলাশবাড়ীতে ২ জন এবং সাঘাটা উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪২৬ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে ৭২, পলাশবাড়ীতে ৫১, সাদুল্লাপুরে ৪৪, সাঘাটায় ২৮, সুন্দরগঞ্জে ৩০ এবং ফুলছড়ি উপজেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাইবান্ধায় করোনা জয় করে ১৮১ জনের মধ্যে গাইবান্ধা সদরে ৩২ জন, সুন্দরগঞ্জে ১৪ জন, সাদুল্লাপুরে ২৭ জন, গোবিন্দগঞ্জে ৭৪ জন, সাঘাটায় ১৬ জন, পলাশবড়ীতে ১৪ জন ও ফুলছড়িতে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২৩৫ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৯ জন গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জে ১৫ জন, সাদুল্লাপুরে ১৬ জন, গোবিন্দগঞ্জে ১০৪ জন, সাঘাটায় ১২ জন, পলাশবাড়ীতে ৩৪ জন ও ফুলছড়িতে ১৫ জন।
জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১০ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ১ জন, সাদুল্লাপুরে ১ জন, পলাশবাড়ীতে ৩ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।