শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা। প্রতিদিনই যেন নতুন নতুন রেকর্ড গড়ছে কোভিড- ১৯। গত ২৪ ঘণ্টায় গতকাল সোমবার জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯ জন। সব মিলিয়ে গাইবান্ধায় মোট আক্রান্ত বেড়ে ৪৭৪ এ পৌঁছলো, এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রাপ্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুসারে গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ৪৭৪ জন মানুষ।
তবে করোনার সংক্রমণের মধ্যেই আশার আলো এর সুস্থতার সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত জেলায় ২১১ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন ওই রোগ থেকে। গাইবান্ধায় করোনাজয়ী ২১১ জনের মধ্যে গাইবান্ধা সদরে ৩৫ জন, সুন্দরগঞ্জে ১৫ জন, সাদুল্লাপুরে ২৮ জন, গোবিন্দগঞ্জে ৮৯ জন, সাঘাটায় ১৭ জন, পলাশবড়ীতে ২০ জন ও ফুলছড়িতে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৯ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ১ জন, পলাশবাড়ীতে ৪ জন এবং সদর উপজেলায় ৪ জন রয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৭৪ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে ৮৬, পলাশবাড়ীতে ৫৭, সাদুল্লাপুরে ৪৬, সাঘাটায় ৩১, সুন্দরগঞ্জে ৩২ এবং ফুলছড়ি উপজেলায় ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২৫৩ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫০ জন গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জে ১৬ জন, সাদুল্লাপুরে ১৮ জন, গোবিন্দগঞ্জে ১০৫ জন, সাঘাটায় ১৫ জন, পলাশবাড়ীতে ৩৪ জন ও ফুলছড়িতে ১৫ জন।
জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১০ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ১ জন, সাদুল্লাপুরে ১ জন, পলাশবাড়ীতে ৩ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনা ‘পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে’। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।