রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় গতকাল সোমবার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এর মধ্যে গাইবান্ধা সদর উপচেলায় ১৬ জন, গোবিন্দগঞ্জ উপজেলায় ৩ জন, ফুলছড়ি উপজেলায় ২ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ৩ জন, সাঘাটা উপজেলায় ১ জন, পলাশবাড়ি উপজেলায় ৫ জন ও সাদুল্যাপুর উপজেলায় ৪ জন। করোনায় মৃত সিদ্দিকুর রহমানের বাড়ি সদর উপজেলার রঘুনাথপুরে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৯১ জন। এরমধ্যে ৪৪ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৮৯৫ জন।
এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে। এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৪ হাজার ১৯১ জনের মধ্যে ২ হাজার ৯৯২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।