শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনা ভাইরাসে নতুন করে আরও এক জনের মৃত্যু হয়। এছাড়া করোনায় আরও ১০ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে গতকাল বুধবার সকাল ১০টার রিপোর্টে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ছিল ১৬৯ জন। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন বেড়ে এখন জেলায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জন।
তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭৯ জন। এরমধ্যে ৬ জন মারা গেছে। ১৪৮ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২৫ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৬৯৯ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৯৪, গোব্দিন্দগঞ্জে ২৩৮, সদরে ১৬১, ফুলছড়িতে ৩৮, সাঘাটায় ২১, পলাশবাড়িতে ৩৯ ও সাদুল্যাপুর উপজেলায় ১০৮ জন।