মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ডিজেল-পেট্রোল-অকটেনের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি।
গত শনিবার ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, আসোয়াদ আলী, মিতা হাসান প্রমুখ।
বক্তারা, অবিলম্বে গনবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।