শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস-৭ জুন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখা স্থানীয় পৌরপার্কে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ জনি, রাহাত মাহমুদ রনি, মোবাশ্বের আহমেদ, ফারুক আহমেদ, মেহেদী আসাদ দীপ প্রমুখ।
এদিকে জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে।