সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ এপেক্স ক্লাব অব গাইবান্ধার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ক্লাবের ৩০৫তম ডিনার মিটিং ও সেবা কার্যক্রমে ওই মেশিনগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট এপেক্স রুহুল মইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এনএসডি এপেক্স আনোয়ার হোসেন বাবু, এপেক্স সোহাগ। গাইবান্ধা জেলা সভাপতি এপেক্স মোঃ খায়রুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এপেক্স মো. সোলায়মান হোসেন সরকার, জুনিয়র সহ-সভাপতি উজ্জল চক্রবর্ত্তী, সম্পাদক পিন্টু ভট্টাচার্য, সাবেক সভাপতি মো. শহীদুল ইসলাম, আনিসুল হক দুলু, এটিএম ফরহাদ হোসেন বিজু, মমতাজুর রহমান বাবু, খন্দকার শামীম আহম্মেদ, মাজেদা খাতুন কল্পনা, সাজেদা পারভীন রুনু, নীলা জামান প্রমূখ।