শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে ‘অশুভ বিনাশী অভিযাত্রায়, মিলি একসাথে’ স্লোগান নিয়ে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচীর গাইবান্ধার জেষ্ঠ্য সদস্য শাহ মশিউর রহমান ও প্রমতোষ সাহা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষে হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, সহ-সাধারণ সম্পাদক চুনি ইসলাম, শিরিন আকতার প্রমূখ।