সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইন্টারন্যাশনাল ডিজিটাল প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুগ্ন সচিব ও সার্ক কালচারাল সোসাইটি, ভারতের সভাপতি ডঃ অমল কান্তি রায়কে এক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কল্যান ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, বিশিষ্ট রাজনীতিবীদ আমিনুল ইসলাম গোলাপ, দৈনিক ঘাঘট-এর সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু ও সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ আজমি। বক্তব্য রাখেন সাংবাদিক উত্তম সরকার, সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি, আই,ডি, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি অধ্যাপক নেয়ামুল আহসান পামেল। অনুষ্ঠান সঞ্চালন করেন দৈনিক সমকালের গাইবান্ধা জেলা প্রতিনিধি ধীরেশ চন্দ্র চক্রবর্তী। সভায় জেলার কৃতি সন্তান মমতাজুল করিমের ভারতের মাতৃসেবা মিশন কর্তৃক শান্তির দূত পদক লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।