শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

গাইবান্ধায় আবারো বেড়েছে পেঁয়াজের দাম প্রতি কেজি ১৮০ টাকা

গাইবান্ধায় আবারো বেড়েছে পেঁয়াজের দাম প্রতি কেজি ১৮০ টাকা

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বাজারগুলোতে পেঁয়াজের দাম আবারও বেড়েছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮০ টাকার মতো। এদিকে বাজারে শীতের সবজি ভরপুর থাকলেও তা ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। সরবরাহ বাড়লেও কোনো সবজির দাম কমেনি, বরং কিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
গত ২৯ সেপ্টেম্বর ভারত রফতানি বন্ধ করায় পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। রেকর্ড ২৫০ টাকায় পৌঁছে যায় পেঁয়াজের কেজি। তবে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পর দাম কিছুটা কমে। এতে কয়েক সপ্তাহ জুড়েই বাজারগুলোতে নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ১০০ টাকা কেজির মধ্যে। কিন্তু এখন আর কোনো বাজারেই ১০০ টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। বাজার ভেদে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম এমন লাফিয়ে বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে আবারও দাম বেড়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com