শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরমত প্রয়োগ নিশ্চিতের দাবিতে গতকাল গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংগঠন সচেতন নাগরিক কমিটি- সনাক এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সনাক সদস্য শিরিন আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, অ্যাডভোকেট শামসুজ্জোহা শামীম, সাংবাদিক গোবিন্দলাল দাস, মহিলা পরিষদ জেলা সম্পাদক রিক্তু প্রসাদ, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আফরোজা লুনা, সেলিনা সুলতানা বিথী, এ.এস.এম নাহিদ হাসান চৌধুরী, সম্পা রাণী দেব প্রমুখ।