শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বেলাল উদ্দিন, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ফয়সাল আজম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবু নাইচ মোঃ ইলিয়াস জিকু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুল হক, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, ফ্রেন্ডশীপের আব্দুস সালাম, জিইউকে প্রতিনিধি ইনফান মন্ডল প্রমুখ।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com