রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ন্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিক মিনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র এ্যাড শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসেন আলী প্রমুখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।