সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। এউপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডঃ সেকেন্দার আজম আনাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আনিছ মোস্তফা তোতন ও বিএমএ এর সভাপতি ডাঃ শহিদুজ্জামান হারুন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার এক আলোচনা সভা ডিবি রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।