শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী, এনডিসি ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মাহিদ আল হাসান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আবেদুর রহমান স্বপন, আশরাফ হোসেন, মোর্শেদ আলম, আফরোজা বেগম লুপু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন দেলওয়ার।