শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার কালেক্টরেট সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, গাইবান্ধার সাবেক সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, হাবিবা সুলতানা পলাশ, মোঃ আব্দুল সালাম, মোঃ ওবায়দুল হক প্রমুখ।