শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল একটি র্যালী জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে মোছাঃ জেবুন নাহার।
পরে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাবেক জেলা সভাপতি ডাঃ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারি উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর জয়নুল আবেদীন, আব্দুস সামাদ, আব্দুল মতিন, মাজেদা খাতুন কল্পনা, আনিছুল হক দুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শামসুজোহা। এছাড়া বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স এসোসিয়েশন (বাচকা) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৃথকভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠন কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এএইচএম মনোয়ার হোসেন লাভলু, সহ-সম্পাদিকা নাজমা আখতার শিল্পী, সদস্য ডাঃ ফজলুর রহমান, জেলা সভাপতি অ্যাড. সরদার রোকনুজ্জামান পলাশ, মোঃ সামিউল ইসলাম পিপলু, মো. মান্নান সরকার বাদশা, স্বপন মিয়া প্রমুখ।