শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গতকাল বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের জেলা সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সুলতান আলী মন্ডল, শহিদুল ইসলাম আবু, মাহাবুব আলম কোর্ট, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাইফুল আলম সাকা, শাহ সারোয়ার কবীর, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, এমারুল ইসলাম সাবিন, অ্যাডঃ সমিরন সরকার, সরদার মোঃ শাহীদ হাসান লোটন, মোশাররফ হোসেন দুলাল, দীপক কুমার পাল, আহসান হাবীব রিজু, খায়রুল ইসলাম, আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন, ফারুক হোসেন, নাহিদ ফারজানা শিমুল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।