রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার জেলা শহরে একটি বর্ণাঢ্য বিজয় রালী বের করা হয়। রালীটি জেলা আওয়ামীলীগ অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীেগর সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরুর সভাপতিত্বে র্যালী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। র্যালীতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুল ইসলাম রিপু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পিয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. শাহ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা, উপজেলা, শহর আওয়ামীলীগ, মহিলা লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।