সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার সকাল ১০ টা থেকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সদর ২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
১৩ টি ইউনিয়নে আওয়ামীলীগের আয়োজিত এই শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সদর আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু ও আসিফ সরকার প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মীরা শান্তি সমাবেশে অংশ নেয়।