সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল-এ বাজি খেলার দায়ে দোকানদারসহ ৭ জুযারুকে গ্রেপ্তার করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশ।
পুলিশ জানান, গত রবিবার দিবাগত রাত সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলের মোড় সংলগ্ন আলীমুদ্দিন মোড়ের সুজা মিয়ার চায়ের দোকানে দোকানির সহযোগিতায় টিভি দেখে আইপিএল খেলা চলার সময় বাজি খেলায় দোকানদার সুজন মিয়াসহ, রফিকুল ইসলাম, মনু মিয়া, সুজন মিয়া, মিন্টু, মাতালেব হোসেন, রঞ্জু মিয়া, সুজা মিয়া নামে ৭ গ্রেপ্তার করা হয় ।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ১টি টিভি, ৫ টি মোবাইল ফোন ও এক হাজার টাকাসহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইপিএল জুয়া খেলার অপরাধের মামলায় আইনানুগব্যবস্থা গ্রহণ করা হয়েছে।