শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঔষধ অধিদপ্তর গাইবান্ধা অভিযান পরিচালনা করে কয়েকটি ঔষধের দোকানে ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধার এক্সকিউটিভ (শেষ পাতায় দেখুন)
ম্যাজিষ্টেট এসএম ফয়েজ উদ্দিন ও মোঃ লোকমান হোসেন। ঔষধ অধিদপ্তর গাইবান্ধা অফিস সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষীপুর ও কুপতলা বাজারসহ সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বাজারে ৫টি ফার্মেসীতে সাড়ে ১১ টাকা জরিমানা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন গাইবান্ধার ঔষধ তত্বাবধায়ক মেহেদী হাসান। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ঔষধ সংরক্ষনে কামারপাড়ার রাইসা রুসা ফার্মেসিকে ২০০০ টাকা, হাসান মেডিকেল স্টোরকে ২০০০ টাকা, বীনা মেডিকেল স্টোরকে ২০০০ টাকা। হাটলক্ষীপুর এর হেলথ পিল ফার্মেসি ৫০০টাকা, কুপতলা স্কুলেরর বাজার বকুল ফার্মেসি এন্ড খাদ্য ভান্ডারকে ৫০০০টাকা জরিমানা আদায় করেন।