শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

গাইবান্ধার বিষন্ন পালপাড়া এখন রঙিন হাসিতে উদ্ভাসিত

গাইবান্ধার বিষন্ন পালপাড়া এখন রঙিন হাসিতে উদ্ভাসিত

স্টাফ রিপোর্টারঃ করোনাকালের দুঃসময়ে গাইবান্ধার পালপাড়াগুলো বিষন্ন-¤্রয়িমাণ হয়ে পড়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে পালপাড়াগুলো এখন রঙিন হাসিতে উদ্ভাসিত হয়েছে। উপকরণের দাম বাড়লেও তৈরি জিনিসপত্রের চাহিদা বাড়ায় কুমারদের মুখে হাসির ঝিলিক। অন্যান্য বছরের তুলনায় এ বছর তারা তাদের তৈরি জিনিসের দামও পাচ্ছেন ভালো। মাটির তৈরি জিনিসের মধ্যে রয়েছে হাতি, ঘোড়া, আম, পেয়ারা, কলা, ব্যাংক, নানা রকমের পুতুলসহ হরেক রকমের খেলনা।
করোনা সংক্রমণরোধে নানা বিধি-নিষেধের কারণে গত দু’বছর বিভিন্ন পার্বন ও উৎসব উপলক্ষে মেলা সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে গত দু’বছর অষ্টমী ¯œান, নববর্ষ, দুর্গাপূজায় মৃৎশিল্পী কুম্ভকার বা কুমাররা হয়ে পড়েছিলেন বেকার। তারা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করেছেন এবং হাটেবাজারেও মাটির তৈরি জিনিসপত্রের কদর না থাকার কারণে কুমারপাড়ায় ছিল না কারো মুখে হাসি। কিন্তু এ বছর করোনা সংক্রমণ কমে যাওয়ায় বিভিন্ন উৎসব-পার্বনে স্বল্প পরিসরের মেলায় মাটির তৈরি হাতি, ঘোড়া, ব্যাংক, খেলনা, জিনিসপত্র বিক্রি করছেন তারা।
গত শুক্রবার সরেজমিন গাইবান্ধার বিভিন্ন পালপাড়া ঘুরে কুমারদের সাথে আলাপ করে তাদের খুশির কথা জানা গেছে। এ বছর মেলা শুরু হওয়ায় কুমারপাড়াগুলো আবার রঙিন হতে শুরু করেছে, বাসিন্দাদের মুখে ফুটে ওঠছে সুখের হাসি।
সদর উপজেলার বাদিয়াখালির পালপাড়ার বিথি রাণী পাল বলেন, এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে ১ মাস আগে থেকে জিনিসপত্র বিক্রি শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে এমনকি বগুড়া থেকেও পাইকাররা এসে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। তিনি দামও ভালো পেয়েছেন।
একই পাড়ার নারায়ণ চন্দ্র পাল বৈশাখ উপলক্ষে তৈরি জিনিসপত্র বিক্রি করতে পেরে খুশি হলেও অভিযোগ করে বলেন, আমাদের খবর ও ছবি পত্রপত্রিকায় ছাপা হয়, কিন্তু আমরা সরকারি কোনো সাহায্য পাই না।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com