শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাত উপজেলাসহ দেশের বিভিন্নস্থানে গতকাল বুধবার সকাল ৮টা ২৬ মিনিটে মৃদু ভূমিক¤প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্প দুলেছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ি, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ। এসময় অনেকে ভূ-ক¤পনের সময় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের সময় পুকুর ও নদীতে পানি আন্দোলিত হয়।
জানা গেছে, ভূমিকম্পপ রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিক¤পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিম্প কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।