রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যেও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে ১ কোটি উপকারভোগীদের মাধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। ইতিমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক প্রেরিত ক্যালেন্ডার অনুযায়ী ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলায় ৩২ জন ডিলারের মাধ্যমে ২ লাখ ৮ হাজার ৯শ ৫০ জন উপকারভোগীর মাঝে আজ রোববার নির্ধারিত স্থানে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মোঃ ইলিয়াস, এনডিসি এমএ ফয়েজ আহম্মেদ, সহকারি কমিশনার মোঃ জুয়েল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।