শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও ঠাকুরগাও জেলার ১ লাখ ৫০ হাজার এতিম, দরিদ্র, বয়স্ক নারী-পুরুষের মাঝে মাসব্যাপি ইফতার ও রাতের খাবার সহায়তা করছে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
দরিদ্রপ্রবণ এলাকার মানুষজন ও এতিমখানায় প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত এই সহায়তা অব্যহত থাকবে বলে জানান সংস্থার সমন্বয়কারী আফতাব হোসেন। তিনি বলেন গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় সংস্থাটির নিজস্ব চত্ত্বর থেকে প্রতিদিন ৩৫০ জনের জন্য ইফতার ও রাতের খাবার সহায়তা উম্মুক্ত রাখা হয়েছে।
এদিকে, কর্মসূচির উদ্যোক্তা ও জিইউকের নির্বাহী প্রধান এম. আবদুস্্ সালাম জানান, সমাজে এতিম, দরিদ্র বয়স্ক নারী পুরুষেরা নিজেদের ইচ্ছেমতো খেতে পারে না, একারণে পবিত্র রমজান মাসজুড়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।