শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রতি বছরের মতো গাইবান্ধা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের পক্ষ থেকে গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, দুধসহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব পাঁচশ জন গরিব, দুস্থের মাঝে এসব উপহারের প্যাকেট বিতরণ করেন।