শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এলজিএসপি প্রকল্পের আওতায় গতকাল সকালে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাজের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সচিব রোহান আজাদ মন্ডল। এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তাটি কাঁচা থাকায় মানুষের দুর্ভোগ ছিল চরমে। ফলে রোগী নিয়ে যাতায়াতে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিনের প্রতিক্ষার পর রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকার লোকজন প্রধামন্ত্রীসহ এলাকার ইউপি মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন।
নুরুল হকের বাড়ী থেকে মকবুলের বাড়ী পর্যন্ত ৭৫ ফিট রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লক্ষ ৯৪হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আনোয়ার হোসেন রানা, ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোস্তফা জামান মিন্টু, রমজান আলী আব্দুর রশীদ, সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।