রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান।
গতকাল সোমবার সকালে খোলাহাটি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের বরাদ্দের কাবিটা, টিআর, কাবিখা সহ বিভিন্ন কাজগুলো পরিদর্শন করেন।
এসময় খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজ্জামান মিন্টু, আমিরুল ইসলাম, রুহুল আমিন ও সংরক্ষিত মহিলা সদস্যরাসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক খোলাহাটি ইউনিয়ন পরিষদে পৌছালে পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ গুলো ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, উন্নয়নে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে। মাদক,বাল্য বিয়েসহ অপরাধমুলক কর্মকান্ড রোধ করতে সবাইকে সোচ্চার হতে হবে।
উন্নয়নমূলক কর্মকা-ে জবাবদিহিতা নিশ্চিত করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জানান।
পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সাধারণ জনগণের মাঝে এক হাজার ৫শ মাস্ক বিতরণ করেন।