সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় গতকাল বুধবার জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, লোটাস খান, আব্দুল হাই, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, ইউনুস খান দুখু, সোয়েব হক্কানী, রেখা বেগম, মৌসুমী আকতার মিষ্টি, রিতু আলম, মঞ্চুরী আহমেদ, কাকলী চৌধুরী, রহিমা বেগম প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মঞ্জুরুল ইসলাম।