রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা অধিকার-মানবাধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে গাইবান্ধা জেলা শহরে গতকাল বৃহস্পতিবার সাইকেল র্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উত্তরণ গাইবান্ধার প্রতিনিধি অ্যাডঃ জিএসএম আলমগীর, সদস্য রনজিৎ বর্মন, তামজিদুর রহমান তুহিন, মোসাদ্দেক উল ইসলাম আদনান, দিদারুল ইসলাম নিশাদ, মারুফ মিয়া প্রমুখ। সাইকেল র্যালীতে ৫০ জন সাইকেল আরোহী অংশ নেন। উত্তরণ, গাইবান্ধা ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ ওই কর্মসূচির আয়োজন করে।