বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় জেলা সিপিবি কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর সমিতি’র কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান মইশাল, ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, গোলজার হোসেন, আজম আলী, দেলোয়ার হোসেন প্রমুখ। পরিচালনা করেন জেলা ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রদীপ বর্মণ।