শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দসহ ১৫দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রী বরাবরে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শহরের ১নং রেলগেটে সদর উপজেলার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ স¤পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র প্রমূখ।