রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পাটকল রক্ষা, পাট চাষী বাঁচাও বন্যার্তদের কৃষি পুনর্বাসনসহ ক্ষেতমজুরদের বাঁচাতে ১৫ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যৌথ কর্মসূচী মোতাবেক গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় সদস্য জেলা সম্পাদক প্রণব চৌধুরী খোকন, জেলা সহ-সভাপতি অ্যাডঃ আশরাফ আলী, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের জেলা সম্পাদক রিপন বর্মন, সদস্য কামরুল ইসলাম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বন্ধ পাটকল চালু করে পাট চাষীদের রক্ষাসহ বন্যা পরবর্তী কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণের দাবি জানান। বক্তারা আরও বলেন, গ্রামাঞ্চলের ৬০ বছরের উর্দ্ধে বয়স্ক কৃষকদের জন্য পেনশন ভাতা চালুসহ ৮৭ সালের ভূমি সংস্কারের অধীনে চুক্তিপ্রথাসহ কৃষকদের স্বার্থ সংরক্ষণের দাবি করেন।