রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সহায়তা ও ভ্যাকসিন নিয়ে নতুন একটি প্রকল্পের অবহতিকরণ সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ আ.ম. আখতারুজ্জামান।
বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান, সন্দরগঞ্জ উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ এমবি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ এম.আর খালিদ হাসান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল ইসলাম, জিইউকের প্রতিনিধি আফতাব হোসেন, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, ফ্রেন্ডশীপ প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ। প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। আন্তর্জাতিক দাতা সংস্থা আইসিসিও পার্ট অফ কোর্ডিয়েড এর সহায়তায় ও গণ উন্নয়ন কেন্দ্র এই সভার আয়োজন করে।